গাইবান্ধায় দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত

0
গাইবান্ধায় দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত

গাইবান্ধায় দিনব্যাপী শিক্ষাশিবির করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির জেলা কার্যালয়ে শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

জেলা শিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে এবং জেলা মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আল রুবেলের সঞ্চালনায় শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ফয়সাল কবির রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের জেলা সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, জেলা অফিস সম্পাদক ফাহিম মন্ডলসহ জেলা সেক্রেটারিয়েটবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিবিরের কর্মীদেরকে চারিত্রিক মাধুর্য্য দিয়ে ছাত্রসমাজের মন জয় করতে হবে। নৈতিক ও জাগতিক জ্ঞান অর্জনের মাধ্যমে যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি সমাজে সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে। চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে নভেম্বরে নির্দিষ্ট তারিখ ঘোষণা করে গণভোটের আয়োজন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here