গাইবান্ধায় দক্ষতা উন্নয়নে সেমিনার

0

গাইবান্ধায় ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস গাইবান্ধার আয়োজনে ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা বুঝে-শুনে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিন। প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে সেই দেশের ভাষা আয়ত্ত করুন। সব নিয়মকানুন মেনে বিদেশে গেলে মর্যাদা ও অধিক বেতন আদায় করা সম্ভব।

বক্তারা দালালদের খপ্পরে না পড়ে দেখে-শুনে, জেনে-বুঝে বিদেশ যাওয়ার পরামর্শ দেন।

জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক নেশারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন গাইবান্ধা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি)র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রহিজ উদ্দিন, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমজাদ হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদ ও কিশোর কুমার সরকার, ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মিরাজুল ইসলাম, হরিজন সম্প্রদায়ের নেতা রাজেস বাসফোর প্রমুখ।

এছাড়া জেলার বিভিন্ন দফতরের প্রধানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here