গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

0

গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে উৎপল চন্দ্র বর্মন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার শিমুলতারী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. ফারুক আহমেদ।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল পৌঁনে ১০ টার দিকে উৎপল শিমুলতারী এলাকার তার এক আত্মীয়ের বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এসময় উৎপল মোবাইল ফোনে কথা বলতে বলতে শিমুলতারী রেল গেট এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এবং দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধা রেল পুলিশের ইনচার্জ মো. ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ উৎপল চন্দ্রের মরদেহ উদ্ধার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here