গাইবান্ধা সদরের ফুলবাড়ি লেভেলক্রোসিংয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল হাই (৬৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আব্দুল হাই পূর্বগোপালপুর এলাকার মেহের আলী হাজির ছেলে। তিনি গাইবান্ধা পৌরসভার নাইটগার্ড ছিলেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে আব্দুল হাই ফুলবাড়ি লেভেলক্রোসিং পার হচ্ছিলেন। এসময় ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।