গাইবান্ধার সদর উপজেলায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে জানিয়েছে রেলওয়ে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারপাড়া-কুপতলার হাজীর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চত করেন গাইবান্ধার রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ওই সময় অজ্ঞাত যুবকটি রেললাইনের পাশ দিয়ে হাটছিলেন। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ (লোকাল) ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এসময় লাইনের পাশে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।