গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় রওশন আরা (২৮) নামে এক প্রতিবন্ধী নারী পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে শহরের জাহানারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রওশন আরা উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের অপু মিয়ার কন্যা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে রংপুরগামী একটি ট্রাক ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের জাহানারা মার্কেটের সামনে ওই নারীকে ধাক্কা দেয়। এতে রওশন আরা মহাসড়কের ওপর ছিটকে পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মহাসড়কের ওপরই ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। এতে মহাসড়কের দুুই পাশে যানবাহন আটকা পরে তীব্র যানজটের সৃৃষ্টি হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক ও মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।