গাইবান্ধায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ

0

জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের থানার সামনে লিফলেট বিতরণ শুরু  হয়। সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীরা চৌমাথা মোড় ও বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। এ সময় তারা ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগান দেন।

এই লিফলেটে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করার দাবিসহ আরও ছয়টি দাবি উল্লেখ করা হয়েছে। 

লিফলেট বিতরণের সময় জাতীয় নাগরিক কমিটি গাইবান্ধার পক্ষে রাসেদুর ইসলাম জুয়েল, ইঞ্জিনিয়ার মাহমুদ নাসের, ফিদা হাসান, আবু তাহের, রোমেল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শরিফুল ইসলাম আকাশ ও অতনু সাহা উপস্থিত ছিলেন। এছাড়া লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের এআর আতিক, আব্দুল্লাহ সিফাত ও সোহেল রানাসহ অনেকেই অংশ নেয়। ১১ জানুয়ারি পর্যন্ত জেলার অন্য উপজেলা ও পৌর এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে এই লিফলেট বিতরণ করবেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here