গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে এমরান আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারের মোনারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এমরান উপজেলার শালমারা ইউনিয়নের উলিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ বলেন, জমি নিয়ে প্রতিবেশীর সাথে এমরান আলীর দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। তাদের মধ্যে দুটি মামলাও রয়েছে। এই জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে পতিপক্ষের ধারল অস্ত্র আঘাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।