গাইবান্ধায় শিল্প ও বাণিজ্য মেলায় সরকারি কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকাশ, মেহেদী হাসান, সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জীম ও যুগ্ম সদস্যসচিব শেফাউর রহমান শিপনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গাইবান্ধার সরকারি কলেজ চত্তরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল কলেজ প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব আব্দুল রশিদ, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিসা বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলার যুগ্ম সদস্য সচিব মৌটুসী রহমান ইনানসহ আরও অনেকে। বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। সেই সাথে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলার প্রতিনিধি মাসুদ মিয়া, বায়েজিদ বোস্তামী জীম, মাসুদ রানা, রিজন মন্ডল, সৌরভ হাসান, আতিক শাহরিয়ার শান্ত, ফুয়াদ খান এবং নাগরিক কমিটি গাইবান্ধা জেলার প্রতিনিধি নাসের আহমেদ, ফিদা ইসলাম, এ.আর আতিক, রাশেদুল ইসলাম জুয়েলসহ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।