ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সংগঠনের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান ও সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়েরসহ অন্যান্যরা।
বক্তারা শরিফ ওসমান হাদির ত্যাগ ও অবদান স্মরণ করে বলেন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার কারণে তিনি শাহাদাতবরণ করেছেন। তারা বলেন, তার আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

