গাইবান্ধায় ওসমান হাদির জন্য দোয়া অনুষ্ঠিত

0
গাইবান্ধায় ওসমান হাদির জন্য দোয়া অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সংগঠনের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এর আগে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান ও সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়েরসহ অন্যান্যরা।

বক্তারা শরিফ ওসমান হাদির ত্যাগ ও অবদান স্মরণ করে বলেন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার কারণে তিনি শাহাদাতবরণ করেছেন। তারা বলেন, তার আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here