বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আব্দুল মাজেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মো. শাহাজ উদ্দিন রিয়াদ, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি হাফেজ সোহেল রানা, শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, পলাশবাড়ি থানা যুব আন্দোলন সভাপতি আমিনুর রহমান বুলবুল, সাঘাটা থানা সভাপতি মাওলানা মো. মনির উদ্দিন, গোবিন্দগঞ্জ থানা সভাপতি মাওলানা আকরাম হোসেন প্রমুখ।