গাইবান্ধায় ১৫০ পিস ইয়াবা ও সাড়ে ৪ গ্রাম হেরোইনসহ ফরিদ মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ নেওয়াজ।
গ্রেফতার ফরিদ মিয়া সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের দুলালের ভিটা এলাকার মৃত আনছার আলীর ছেলে।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওইসব ইয়াবা ও হেরোইনসহ নিজ বাড়ি থেকে ফরিদ মিয়াকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি জিপারযুক্ত পলি ব্যাগে প্রতিটিতে ৫০ পিস করে মোট ১৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ও ১টি জিপারযুক্ত পলি ব্যাগে ৬৬টি হেরোইনের পুরিয়া জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ বলেন, অভিযানে মাদকদ্রব্য জব্দ করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে।

