গাইবান্ধায় ইজিবাইক চালককে হত্যা, আটক ১

0

গাইবান্ধায় সদরের চাঞ্চল্যকর ইজিবাইক চালক ও সংবাদপত্র বিক্রেতা ও আনিছুর রহমান ঠান্ডা (৩৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরিফ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এর আগে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাইবান্ধা শহরের পৌর পার্ক থেকে তাকে আটক করা হয়।

আটক আরিফ মিয়া শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পৌরপার্ক থেকে আরিফকে আটক করা হয়। আটক আরিফ মিয়ার বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঘটনার সাথে আরিফ মিয়ার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রেলগেট এলাকায় কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে জেলা স্টেডিয়ামে যাওয়ার কথা বলে তার ইজিবাইকে ওঠেন। পরে শহরের জেলা স্টেডিয়াম এলাকায় ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আনিস মারা যান ।
 
পরদিন শুক্রবার রাতে নিহত আনিছ মিয়ার স্ত্রী কবিতা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়।

নিহত আনিছ সদর উপজেলার কিশামত ফলিয়া এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে। তিনি প্রায় ২০ বছর যাবৎ গাইবান্ধা শহরে সংবাদপত্র বিক্রি করে আসছেন। সংবাদপত্র বিক্রির পর প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত তিনি ইজিবাইক চালাতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here