গাইবান্ধা সদর উপজেলার কিশামত ফলিয়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া এলাকার ছানারুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে ছানারুলের বাড়িতে বৈদ্যুতিক সংযোগে স্পার্ক দেখা দিলে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে। মুহূর্তেই মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের টিনশেড কক্ষগুলোতে। এতে ঘরে থাকা টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, নগদ টাকা, একটি গাভী গরু ও ঘরের টিনের বেড়া পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালালেও কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ছানারুল মিয়া জানান, আগুনে আমার ঘরবাড়ি, ‘আসবাবপত্র আর গরুও পুড়ে গেছে। প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম।’
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’

