গাইবান্ধায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

0
গাইবান্ধায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির জিহাদুর রহমান এবং সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার বিকালে নিজ বাড়ি থেকে জিহাদুরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার উল্লা গ্রাম থেকে সুজাউলকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ডেভিড হান্ট অপারেশন-২ অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হোদা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অপারেশন ‘ডেভিল হান্ট ফেস টু’ অভিযান চলমান রয়েছে। তিনি বলেন, গ্রেপ্তার সুজাউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here