গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান জসিম ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাইবান্ধা শহরের একোয়াস্টেটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের একোয়াস্টেটপাড়ার মোস্তাক আহমেদ রঞ্জুর নিজ বাসা থেকে তাকে ও সাইদ হাসান জসিমকে গ্রেফতার করা হয়।
ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগে করা মামলার তারা এজাহারভুক্ত আসামি। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুনের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় মামলা করেন জেলা বিএনপি নেতা আব্দুল হাই সরকার। মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের ১১৪ নেতাকর্মীকে আসামি করা হয়।