গাইবান্ধায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

0
গাইবান্ধায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপের অংশ হিসেবে অবৈধভাবে গড়ে একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে ওই ইটভাটাকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় অবৈধভাবে পরিচালিত উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেসার্স উৎস এন্টারপ্রাইজ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ওই ইটভাটার সত্ত্বাধিকারী আবু তালেব মন্ডলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ইটভাটাটি বন্ধের নির্দেশনা দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক শের আলম।

এসময় পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার বলেন, পরিবেশ সুরক্ষায় গাইবান্ধা জেলায় ধারাবাহিকভাবে এমন অভিযান অব্যাহত থাকবে। এতে সহযোগীতা করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here