গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি বিলের পানিতে ভাসমান এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।
মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে শীতলগ্রাম এলাকার ডাঙ্গার বিলে একটি জ্যাকেট পড়া অবস্থায় পুরুষ মানুষের মরদেহ ভেসে থাকতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, মরদেহটি বিলের পানিতে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় পাওয়া যায়নি, তবে ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হবে।