মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল থেকে পড়ে বেবী(৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৬ টার দিকে গাংনীর চোখতোলা জোড়পুকুর মাঠের মধ্যে খানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবী গাংনী উপজেলার রায়পুর গ্রামের ভারত প্রবাসী তুষার আলীর স্ত্রী ও একই গ্রামের রাহিম উদ্দিনের মেয়ে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্তব্যরত চিকিৎসক এমকে রেজা বেবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।