গাংনীতে পুরনো মাংস বিক্রির অপরাধে জরিমানা

0
গাংনীতে পুরনো মাংস বিক্রির অপরাধে জরিমানা

মেহেরপুরের গাংনীতে ফ্রিজে রাখা পুরনো গরুর মাংস বাজারে বিক্রির অপরাধে মাংস বিক্রেতা মোহাম্মদ আলী (৩০) কে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে সমস্ত মাংস জব্দ করে মাটিতে পুঁতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদ হোসেন জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার আনারুল ইসলামের ছেলে, তিনি গতকাল বা পরশুর জবাই করা গরুর মাংস ফ্রিজ থেকে বের করে আজকের মাংস হিসেবে বিক্রি করছিলেন। 

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী তাকে জরিমানা ও মাংস বিনষ্ট করার নির্দেশ দেয়া হয়েছে। এ সময় গাংনী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেনারী সার্জন আরিফুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর মশিউর রহমান ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here