গাঁজাসহ ৩ নারী কারবারি গ্রেফতার

0
গাঁজাসহ ৩ নারী কারবারি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকা থেকে তিন কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রুবায়দা (১৮), ফাতেমা খাতুন (২০), সারমিন (১৮)। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা। অভিযানে আরও একজন আসামি মো. আলী হোসেন পালিয়ে যায়। 

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিনগামী একটি ট্রলারে যাত্রীর বেশে মাদক পাচারের চেষ্টা চলছে। তথ্য পাওয়ার পর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) -এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে কয়েকটি চৌকস টহলদল মোতায়েন করা হয়। 

সেখানে সেন্টমার্টিনগামী তিনজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবির নারী সদস্যরা তাদের তল্লাশি করেন। এ সময় তাদের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়। 

বিজিবি জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত গাঁজাসহ তাদের থানায় হস্তান্তর করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here