গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

0
গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খাঁটিাহাতা হাইওয়ে থানার পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। 

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম। ওসি জানান, গোপন সংবাদ ভিত্তিতে হাইওয়ে পুলিশের এসআই (নি:) মো: জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ  ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজায় এলাকায় ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সিগন্যাল দিলে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উজানভাটির সামনে তাকে আটক করা হয়। 
গাড়িটি তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 
এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ফুলবাড়িয়া এলাকার আনোয়ার মিয়ার ছেলে শরীফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here