কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ বাবুল মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট রাবাইটারী এলাকায় অভিযান চালিয়ে রংপুর র্যাব-১৩ তাকে হাতেনাতে আটক করে। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফুলবাড়ি থানায় মাদক মামলা রুজু করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পুলিশ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল আদালতে তুললে বিজ্ঞ বিচারক আসামিকে জেল হাজতে প্রেরণ করেন। গ্রেফতারকৃত বাবুল মিয়া ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল গ্রামের হোসেন আলীর ছেলে।