রংপুরে ভিডিও বার্তা দিয়ে আত্মহত্যা করেন বিথী আক্তার ভাবনা (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী। শারীরিক সম্পর্কের পর প্রেমিক মুখ ফিরিয়ে নেয়ায় ক্ষোভে আত্মহত্যা করেন ভাবনা। মৃত্যুর জন্য ভিডিও বার্তায় প্রেমিক নাইমকে দায়ী করেছেন তিনি।
রবিবার বিথীর ভিডিও বার্তাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নগরজুড়ে তোলপাড় শুরু হয়। বিথী দিনাজপুর চাউলিয়াপট্টি’র শেখ জহিরের মেয়ে। এ ঘটনায় শনিবার রাতে বিথী’র মা সীমা আক্তার বিথীর প্রেমিক নাইমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান বলেন, মামলার পর থেকে আসামি গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।