গলাচিপায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী পালিত

0

পটুয়াখালীর গলাচিপায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে গলাচিপা সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। 

বুধবার (০৬ সেপ্টেম্বর) ভোর ৬টায় মন্দিরে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মন্দিরে চলে যজ্ঞানুষ্ঠান। পরে বিকাল ৪টায় মন্দির আঙ্গিণা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মন্দির আঙ্গিণায় ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি শংকর লাল দাশ, উপজেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট মু. ফকরুল ইসলাম মুকুল, মানবাধিকার সংস্থা গলাচিপা পৌর শাখার সভাপতি ডা. এস বিমল প্রমুখ। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং শত শত নারী-পুরুষ ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here