গরুবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

0

নাটোরের বড়াইগ্রামে নসিমন ও ভডভডির মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামে এক যুবক নিহত ও শাকুর আলী (২৭) নামে একজন আহত হয়েছেন।

বুধবার উপজেলার চণ্ডিপুর মোল্লাপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় বনপাড়া-লালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল জেলার লালপুর উপজেলার হাগুরাগাড়ী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। আহত শাকুর আলী একই এলাকার মৃত মানিক হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুরের ওয়ালিয়া থেকে বনপাড়া অভিমুখী মেঘনা গ্রুপের ডিলারশিপের পণ্যবাহী ভডভডি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিক্রয় প্রতিনিধি রুবেল হোসেন ও শাকুর আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে এবং পরে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here