গরম হচ্ছে আইফোন ১৫, দ্রুতই আসছে সমাধান!

0

মাত্রাতিরিক্ত গরম হয়ে উঠছে আইফোন ১৫ সিরিজের সদ্য উন্মোচিত সিরিজ ফোন। আর এর জন্য নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৭ সংস্করণকে দায়ী করছেন পণ্য বিশ্লেষকেরা। তবে সমস্যা সমাধানে কাজ করছে অ্যাপল। 

জানা গেছে, অচিরেই কিছু আপডেটের মাধ্যমে গরম হওয়া সমস্যার সমাধান করবে অ্যাপল। চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে আসতে পারে এমন খবর।

ঠিক কী সমস্যার কারণে নতুন সিরিজে আসা আইফোন দ্রুত গরম হয়ে যাচ্ছে, তা সুনির্দিষ্ট করে ব্যাখ্যা করেনি অ্যাপল। তবে নতুন সফটওয়্যার আপডেট এ-১৭ প্রো চিপের কার্যকারিতা কোনো দিক দিয়েই সমস্যার সম্মুখীন হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here