ইউক্রেনের রাশিয়ার সেনা অভিযানের কারণে হাজারের বেশি পশ্চিমা নিষেধাজ্ঞা আসে ভ্লাদিমির পুতিনের দেশের ওপর। ফলে রাশিয়ার ইউরোপের জ্বালানি বাজার হয়ে পড়ে একেবারে সংকুচিত। সেই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়ার কাছ থেকে ‘ডিসকাউন্টে’ তেল কিনতে শুরু করে ভারত ও চীন। বর্তমানে এই দুইটি দেশই রুশ জ্বালানি তেলের বড় ক্রেতা।
রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার জানিয়েছেন, ২০২২ সালে ভারতের কাছে রুশ জ্বালানি তেল বিক্রির পরিমাণ ২০ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে।
এসময় মস্কো একটু কম দামে চীন ও ভারতের কাছে তেল বিক্রি আরও বাড়িয়ে দেয়।
রুশ ডেপুটি প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক জানিয়েছেন, বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে তারা জ্বালানি সরবরাহ করছেন। তিনি বলেছেন, ‘উদাহরণস্বরূপ বলা যায় তেল সরবরাহের জন্য আমরা ভারতকে বেছে নিয়েছি। গেল বছর ভারতে তেল সরবরাহ ২২ গুণ বেড়েছে।’
সূত্র: এনডিটিভি