গত বছর (২০২২) বিশ্বে ‘ডলার মিলিয়নিয়ারের’ সংখ্যা কমেছে ৩৫ লাখ। ২০০৮ সালের পর এটাই সর্বোচ্চ মিলিয়নিয়ার কমার রেকর্ড বলে দাবি করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে।
মূল্যস্ফীতি ঠেকাতে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার বৃদ্ধি করেছে। তার প্রভাবই পড়েছে মিলিয়নিয়রের তালিকায়।
কেবল যুক্তরাষ্ট্রেই মিলিয়নিয়রের সংখ্যাই কমেছে, ১৮ লাখ।
তবে ক্রেডিট সুইসের পূর্বাভাস, আগামী পাঁচ বছরে বৈশ্বিক সম্পদ বাড়বে ৩৮ শতাংশ। ২০২৭ সালে যার পরিমাণ দাঁড়াবে ৬২৯ ট্রিলিয়ন। আর প্রবৃদ্ধির নেতৃত্ব দেবে মধ্যম আয়ের দেশগুলো।