গণ অধিকার পরিষদের প্রথম জাতীয় কাউন্সিল আজ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি, সাধারণ সম্পাদক এবং উচ্চতর পরিষদের ১৩টি পদে দুপুর ১২টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
উচ্চতর পরিষদের ভোটার সংখ্যা ১২৬ জন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ভোটার সংখ্যা ২১৬ জন।
সদস্য সচিব নুরুল হক নূর বলেন, দলের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্যের সঠিকতা পুনঃযাচাই করতে নির্বাচন কমিশনের কার্যালয় পরিদর্শনে আসার কথা ছিলো। কিন্তু জাতীয় কাউন্সিল চলার কারণে তারা আগামীকাল আসবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে আমাদের।