একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে র্যালি করবেন প্রবাসের বীর মুক্তিযোদ্ধাসহ সচেতন বাঙালিরা।
জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস হিসেবে পালিত হচ্ছে ২০১৫ সাল থেকে। তবে এই রেজ্যুলেশনে বাংলাদেশ এখনও অন্তর্ভুক্ত হতে পারেনি। বাংলাদেশ দাবি জানাচ্ছে ২৫ মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য। সে আলোকে গত বছরও এদিন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ একাত্তরের যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের পক্ষ থেকে র্যালি ও মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ উপলক্ষে যুক্তরাষ্ট্রস্থ জেনোসাইড’৭১ ফাউন্ডেশনের উদ্যোগে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় র্যালি, মোমবাতি প্রজ্জ্বলন, ডক্যুমেন্টারি প্রদর্শন এবং জেনোসাইড প্রতিরোধে বিশ্বজনমত গঠণের অভিপ্রায়ে আলোচনা অনুষ্ঠিত হবে।