গণমাধ্যমের মুখোমুখি সাইফ, যা বললেন

0

১৫ জানুয়ারি মধ্যরাতে বাড়িতে দুর্বৃত্তের আক্রমণে আহত হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। ছুরিকাহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কয়েক দিন। সেই ঘটনার পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন অভিনেতা।

গত ২১ জানুয়ারি হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন সাইফ। তার পর মুম্বাই পুলিশকে নিয়মমাফিক তদন্তে সাহায্য করে চলেছেন অভিনেতা। সোমবার মুম্বাইয়ে তাঁর নতুন কাজের সূত্রে সাংবাদিকদের মুখোমুখি হন সাইফ। 

স্বাভাবিকভাবেই সাংবাদিক সম্মেলনে সাইফের দিকে একাধিক প্রশ্ন আসে। অভিনেতা কেমন আছেন, জানতে চান অনেকেই। সাইফ তাঁর সংক্ষিপ্ত উত্তরে বলেন, ‘‘এখানে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে ভালো লাগছে। আমি এই ছবিটা নিয়ে খুবই উত্তেজিত।’’

সোমবার একটি প্রথম সারির ওটিটি তাদের পরবর্তী কাজের ঝলক প্রকাশ্যে আনে, যার মধ্যে রয়েছে সাইফ অভিনীত ‘জুয়েল থিফ’ ছবিটি। একটি মূল্যবান হীরা চুরির ঘটনা ছবির প্রেক্ষাপট। সইফ ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াট। ছবিটির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ আনন্দ।

সাইফ বলেন, ‘‘দীর্ঘদিন ধরে সিদ্ধার্থের সঙ্গে এই ছবিটা নিয়ে কথা হয়েছে। আমি সব সময়েই এই ধরনের ছবির অংশ হতে চাইতাম। এত ভাল সহ-অভিনেতাদের সঙ্গে এ রকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম।’’

অন্য দিকে, সইফ-কাণ্ডে ধৃত শরিফুল ইসলাম শেহজাদ আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সম্প্রতি মুম্বাই পুলিশ মুখমণ্ডলের শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করেছে, সিসিটিভি ফুটেজে যাঁকে দেখা গিয়েছিল, তিনি শরিফুলই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here