গণভোটে সরকারের প্রচারণা চালানোর ক্ষেত্রে আইনগত বাধা নেই

0
গণভোটে সরকারের প্রচারণা চালানোর ক্ষেত্রে আইনগত বাধা নেই

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট বা ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।

রবিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

শফিকুল আলম বলেন, ‘হ্যাঁ’ ভোটের জন্য অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে এবং এই বিষয়ে আইনগত প্রতিবন্ধকতা নেই। ইউরোপীয় ইউনিয়নও নির্বাচনের পর্যবেক্ষণে সম্পূর্ণ প্রস্তুত এবং দেশের সমস্ত ঝুঁকিপূর্ণ ভোটিং সেন্টারে বডি-ওর্ন ক্যামেরা, সিসিটিভি ও র‍্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স থাকবে। ফলে ভোটিং কেন্দ্রের পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে মনিটর করা সম্ভব হবে।

প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশনসহ সকল প্রস্তুতি সম্পূর্ণ। নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে, সরকার কোনো দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here