গণতন্ত্রের জন্য খালেদা জিয়াকে সারা পৃথিবী মনে রাখবে : নওশাদ জমির

0
গণতন্ত্রের জন্য খালেদা জিয়াকে সারা পৃথিবী মনে রাখবে : নওশাদ জমির

বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, বাংলাদেশ আজ স্তব্ধ। শোকাহত। গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষই মনে রাখবে। মঙ্গলবার দুপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

কান্নাজড়িত কণ্ঠে নওশাদ জমির বলেন, সকাল ৬টার কিছুক্ষণ পরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ একটি বার্তা পাঠান। সেখানে তিনি বলেন যে দেশনেত্রী সংকটাপন্ন। তার কিছুক্ষণ পরেই এই ভয়াবহ শোকাবহ সংবাদটি পাই। 

তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষের আজ শোকের দিন। উদার রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি সবার মনে অমর হয়ে থাকবেন। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি অফিসে পবিত্র কোরআন তেলওয়াত করা হচ্ছে। একটি শোক বইও খোলা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ভিড় করছেন সেখানে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here