বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুআজ্জম হোসাইন হেলাল বলেছেন, ১৭ বছরের চরম জুলুম নির্যাতনের পরে ছাত্র-জনতার নজিরবিহীন ত্যাগের বিনিময়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তন রাখতে হবে।
রবিবার বরিশাল মহানগর জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনার ওপর কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মুআজ্জম হোসাইন হেলাল বলেন, বরিশাল মহানগরীর লক্ষ লক্ষ মানুষের মাঝে আমাদের দাওয়াত ছড়িয়ে দিতে হবে। প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের মাঝে দাওয়াত পৌঁছাতে হবে। শিক্ষিত-অশিক্ষিত, মুসলিম-অমুসলিম সকল মানুষ আমাদের দাওয়াতের দাবিদার। ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র তৈরি হলে প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের যে অভূতপূর্ব উন্নতি হবে, সেটা তাদের বুঝাতে হবে।
নগরীর সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর। সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার। প্রোগ্রামে দারসুল কুরআন পেশ করেন মহানগরীর সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা হাসান আতিক।
আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, আব্দুস সাত্তার, মাওলানা শহিদুল ইসলাম, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মুহাম্মদ জাফর ইকবাল, শামীম কবির, মহানগর শুরা সদস্য মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক সুলতানুল আরেফিন, মুআজ্জম হোসেন হাওলাদার, মাওলানা সোহরাব হোসাইন, অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল