মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ইউনিয়নের নতুন বলাকী গ্রামে আমবাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা। মৃত যুবকের নাম বিপ্লব (৩২)। তিনি রাজধানী ঢাকার নতুনবাজার এলাকার আক্তার হোসেনের ছেলে বলে জানা গেছে।
খবর নিয়ে জানা যায়, গত প্রায় ১০ বছর আগে রাজধানীর নতুন বাজার এলাকার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে বিপ্লবের সাথে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নতুন বলাকী গ্রামের রুহুল আমিনের মেয়ে রাবেয়া আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। দশ বছরের সংসার জীবনে তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে। বিপ্লব ঢাকায় একটি লন্ড্রি দোকানে চাকরি করতেন। বিয়ের পর প্রথম দুই বছর রাবেয়া স্বামীর সাথে ঢাকাতে থাকলেও বিপ্লবের চাকরি চলে যাওয়ায় আর্থিক অভাব অনটনের কারণে গত আট বছর ধরে সে তার বাবার বাড়ি নতুন বলাকী গ্রামে বসবাস করছিল। বিপ্লব নেশায় আসক্ত ছিলেন বলে তিনি কাজ করতে চাইতেন না। বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। সর্বশেষ বুধবার (১৫ জানুয়ারি) রাতে শ্বশুরবাড়িতে আসলে বিপ্লবকে অপমান অপদস্ত করে বাড়ির লোকজন। এই ঘটনার কিছুক্ষণ পর রাত বারোটার দিকে শ্বশুরবাড়ির অদূরে একটি আমবাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পায় লোকজন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
মৃতের স্ত্রী রায়েরা আক্তার বলেন, দীর্ঘ আট বছর ধরে সে ঢাকাতে থাকে আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। সে কাজ করতে চাইতো না, সংসারের কোনও দায়িত্ব কর্তব্য সে পালন করতে চাইতো না। কিছুদিন আগে আমরা তাকে গজারিয়ার একটি কারখানায় কাজ ঠিক করে দেই, কিন্তু সে সেখানেও অনিয়মিত ছিল। গত ১৫-১৬ দিন আগে কাউকে না জানিয়ে সে চাকরি ছেড়ে ঢাকা চলে যায়। বুধবার রাতে যে সে গজারিয়াতে ছিল তা আমরা জানতাম না। রাত সাড়ে বারোটার দিকে খবর পেলাম আমবাগানে তার লাশ ঝুলছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি প্রাথমিকভাবে আমাদের আত্মহত্যা বলে মনে হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে। স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি মৃত যুবক নেশায় আসক্ত ছিল।