গজারিয়ায় কৃষি জমিতে মিলল অবিস্ফোরিত মর্টার শেল

0

মুন্সীগঞ্জের গজারিয়ায় কৃষি জমির মাটি কেটে আইল বানানোর সময় অবিস্ফোরিত একটি মর্টার শেল পাওয়া গেছে। এ খবর জানাজানি হলে স্থানীয় লোকজন মর্টার শেলটি দেখতে ভিড় করতে থাকে। তাই দুর্ঘটনা প্রতিরোধে পাহারা বসিয়েছে পুলিশ।

সোমবার সকাল ৭টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফার জমিতে মর্টার শেলটি পাওয়া যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী এস্কেভেটর চালক আপন জানান, সকাল ৭টার সময় একটি জমিতে আইল বানানোর সময় এস্কেভেটরের চাকায় বড় ধাতব খণ্ডের মতো কিছু আটকায়। মাটির নিচ থেকে সেই ধাতব খণ্ডটি উপরে তোলেন তিনি। আশপাশের কয়েকজন ধাতব খণ্ডটি দেখার পর আরো লোকজন তা দেখতে আসতে থাকলে তিনি সেটি মাটি চাপা দিয়ে দেন। পরবর্তী সময়ে স্থানীয়দের কয়েকজন বস্তুটিকে মর্টার শেল দাবি করে পুলিশে খবর দেয়।

এদিকে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিক পর্যবেক্ষণে বস্তুটি মর্টার শেল বলে জানিয়েছে তারা। মর্টার শেলটির আকৃতি দেখে সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশি পাহারা বসানো হয়েছে। জনগণকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। মর্টারশেলটি মুক্তিযুদ্ধের সময়ের নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তা সঠিকভাবে বলা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here