রংপুরের গঙ্গাচড়ায় সকাল থেকে বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। প্রায় ৪৫ মিনিট বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যে পরীক্ষা দেন অনেক শিক্ষার্থী, আবার অনেকেই বেশি অন্ধকারের কারণে পরীক্ষার কেন্দ্রে খাতা নিয়ে বসে থাকতে দেখা যায়। কিছু কেন্দ্রে বিকল্প হিসেবে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়।
জানা যায়, উপজেলার হাজী দেলওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রসহ আরও কয়েকটি কেন্দ্রে বিদ্যুৎ ছিল না। অন্ধকারের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষার্থীদের। অনেকেই আবার অন্ধকারের কারণে পরীক্ষার খাতা হাতে নিয়ে বসে থাকেন। প্রায় ৪৫ মিনিট পর আসে বিদ্যুৎ।
মিজানুর রহমান নামে এক অভিভাবক বলেন, আমার ভাগ্নে পরীক্ষা দিচ্ছে। আজ বাংলা ১ম পরীক্ষা। বিদ্যুৎ ছিলো না ৪০/৫০ মিনিট। আকাশ খারাপ থাকায় অন্ধকার হয়েছিলো। সেন্টারে আলাদা করে বিদ্যুতের ব্যবস্থা নেই। তাই অন্ধকারে পরীক্ষা দেয় তারা।
গঙ্গাচড়া মধ্যপাড়ার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীদের অসুবিধা হয়। কেন্দ্রগুলো আগে থেকেই বিকল্প ব্যবস্থা করা উচিত ছিলো। তাহলে এ সমস্যা হতো না।
হাজী দেলওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিব সাইয়েদুল ইসলাম বলেন, বিদ্যুৎ না থাকায় আমরা তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা করেছি।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওয়াতাধীন গঙ্গাচড়া জোনাল অফিসের ডিজিএম আইয়ুব আলী বলেন, বৈরী আবহাওয়ার কারণে ৩৩ কেবি লাইন ফল্ট করে। আমরা তা তাৎক্ষণিক ঠিক করেছি। সাময়িক অসুবিধার জন্য আমরা দু:খিত।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, কেন্দ্রগুলোতে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। কিছু কেন্দ্রে আগে থেকে বিকল্প ব্যবস্থা ছিলো। আশাকরি পরবর্তীতে আর কোন সমস্যা হবে না।