আবারো হিন্দী গানে কণ্ঠ দিলেন গগন সাকিব। গগন সাকিব অফিশিয়াল’র ব্যানারে মুক্তি পেয়েছে নতুন গান ‘তু আচ্ছি না’। গানের কথা লিখেছেন শোয়েব হাশমি।
গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর করেছেন গগন সাকিব। গানটির সংগীতায়োজন করেছেন মুন্সী জুয়েল। এইচএম হাসনাইনের পরিচালানায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন গগন সাকিব ও অস্পর্শী।