বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া (৯০)। অভিনেতার অসুস্থতার খবরটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার জামাতা বিকাশ ভল্লা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিনেতার পরিবারের পক্ষে থেকে জানানো হয়েছে, বর্তমানে শঙ্কামুক্ত প্রেম চোপড়া। চিন্তার কোনো কারণ নেই।
তারকার জামাতা ও জনপ্রিয় অভিনেতা বিকাশ ভাল্লা জানিয়েছেন, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন অভিনেতা। তবে তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। নিয়মিত চিকিৎসার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। দিন কয়েক ভর্তি থাকতে হবে তাকে। চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসা সম্পূর্ণ হলেই ছেড়ে দেয়া হবে তাকে।
কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়া পাঞ্জাবি ভাষার ‘চৌধুরী কর্নেল সিং’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। প্রেম চোপড়া ৬০ বছরেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমার খ্যাতনামা একজন ভিলেন। তিনি ৩৮০টির বেশি ছবিতে অভিনয় করেছেন এবং ১৯৬০–৭০-এর দশকে প্রধানত খলনায়কের চরিত্রে খ্যাতি অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- ‘শহীদ’ (১৯৬৫), ‘উপকার’ (১৯৬৭), ‘দো রাসতে’ (১৯৬৯), ‘কাটি পতঙ্গ’ (১৯৭০), ‘ববি’ (১৯৭৩), ‘দো আনজানে’ (১৯৭৬), ‘দোস্তানা’ (১৯৮০), ‘ক্রান্তি’ (১৯৮১) প্রভৃতি।

