খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন

0
খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় প্রস্তাবিত “গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট” পূর্বনির্ধারিত খোলাহাটী ইউনিয়নের কদমতলা এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কদমতলা মোড়ে এ মানববন্ধন হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন খোলাহাটির সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, সদর থানা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী খান দুখু, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, পরিচালক আলী কায়সার বাবুল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি রুম্মান ফেরদৌস, ইঞ্জিনিয়ার্স ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জি. আমজাদ হোসেন, খোলাহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল, জামায়াতে ইসলামী ইউনিয়ন সভাপতি ডা. রাজু আহমেদ কিনু, নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতি মাহাবুবা সুলতানা, ছাত্রশিবির ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান, কাফি মণ্ডল, আদিল প্রমুখ।

বক্তারা বলেন, খোলাহাটী ইউনিয়নের কদমতলা টিটিসি এলাকায় প্রস্তাবিত এই ইনস্টিটিউট স্থাপন হলে স্থানীয় শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার আরও সুযোগ পাবেন এবং নতুন কর্মসংস্থানের পথ তৈরি হবে। পাশাপাশি টিটিসির পাশেই অবস্থান করায় শিক্ষার্থীরা সব ধরনের ট্রেডে প্রাক্টিক্যাল প্রশিক্ষণের সুযোগ পাবেন। বক্তারা দ্রুত পূর্বনির্ধারিত স্থানে “গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট” স্থাপনের কার্যক্রম শুরু করার দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here