খোকসায় সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের মামলা, গ্রেফতার ৩

0

কুষ্টিয়ার খোকসায় ধোকড়াকোল কলেজ মোড়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ মামলা করেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ধোকড়াকোল কলেজ মোড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে হাতাহাতি ও কিলঘুষি চলে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই মামলা দিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নৌকার সমর্থক বর্তমান এমপির পক্ষ থেকে স্থানীয় আজহার বাদী হয়ে ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন। আর স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের সমর্থক চান্নু বাদী হয়ে প্রতিপক্ষের ১০-১২ জনের নামে মামলা করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আসামিদের মধ্যে নৌকার সমর্থক রাশেদ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রবিউল ও জামিরুলকে গ্রেফতার করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here