খুলেছে সব কারখানা কাজ স্বাভাবিক

0

বেশ কয়েকদিনের অনিশ্চয়তার পর দেশের তৈরি পোশাক কারখানাগুলো খুলছে, শুরু হয়েছে স্বাভাবিক উৎপাদন। আশুলিয়া, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা পোশাক কারখানাগুলো গতকাল খুলছে। বন্ধ থাকা ঢাকার মিরপুরের ১১ কারখানাসহ অন্যান্য জায়গার বন্ধ পোশাক কারখাগুলো খুলবে আজ।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পোশাক কারখানা অধ্যুষিত এলাকাসহ ঢাকা ও আশপাশের জেলায় টহল দিচ্ছে ৩৩ প্লাটুন বিজিবি। এদিকে শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বিদেশি বায়ারদের কাছে বলে কারখানা কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছে গার্মেন্টস শ্রমিকদের সংগঠন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। এছাড়া বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন ‘নিখোঁজ’ রয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার গতকাল এক বিবৃতিতে দাবি করেছেন- তাদের সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ‘নিখোঁজ’ রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বাবুল হোসেনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মুঠোফোন বন্ধ। তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here