খুলনা পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে সোহাগ মোল্লা ওরফে কোরবান নামে এক দালালকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১২ মার্চ) দুর্নীতি দুমন কমিশনের (দুদক) অভিযানকালে ওই ব্যক্তিকে সাজা দেওয়া হয়। এ সময় পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে থাকা অভিযোগ পরিচালকের কাছে উত্থাপন করা হয়।