বিপিএলের রাউন্ড রবিন লিগের ম্যাচের আগে যেন মৃত্যুকূপে দাঁড়িয়ে খুলনা টইগার্স। সামনে পরিসংখ্যানের নানা মারপ্যাঁচ। অথচ এই দলটাই শুরুর টানা চার ম্যাচ জিতে রীতিমতো শাসন করছিল প্রতিপক্ষকে। কিন্তু শেষ ৭ ম্যাচে মোটে এক জয় পেয়েছে এনামুল হক বিজয়ের খুলনা।
বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। কোয়ালিফায়ারে নিশ্চিত করতে চাইলে বড় ব্যবধানে সিলেটকে হারাতে হবে খুলনার। পাশাপাশি দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে বড় ব্যবধানে হারতে হবে ফরচুন বরিশালকে। তবেই নিশ্চিত হবে খুলনার শীর্ষ চার।
আসরে ১১ ম্যাচে ৫টিতে জয় পেয়েছে খুলনা টাইগার্স। ১০ পয়েন্ট নিয়ে বরিশালের পরেই রয়েছে বিজয়ের দল। লিগ পর্বের শেষ দিনে কুমিল্লার কাছে বরিশাল যেন বড় ব্যবধানে হারে সেই কামনা করবে বিজয়-আফিফরা। এর পেছনে কারণও আছে। তামিম ইকবালের বরিশালের নেট রানরেট পয়েন্ট ৪৩৪। আর বিজয়ের খুলনার নেট রানরেট মাইনাস পয়েন্ট ৪০০।
প্লে-অফে যেতে পয়েন্ট সমান করার পর রানরেটেও বরিশালকে টপকাতে হবে খুলনার। তবে সেটা বেশ কঠিনই বটে। কুমিল্লার কাছে যদি বরিশাল হারে, দিনের দ্বিতীয় ম্যাচে প্লে-অফে ওঠার সমীকরণ জেনেই সিলেটের বিপক্ষে মাঠে নামবে খুলনা। কিন্তু সিলেটকে বড় ব্যবধানে হারাতে হবে তাদের। ১১ ম্যাচ শেষে ২৮৬ রান নিয়ে দলের ব্যাটারদের তালিকায় সবার ওপরে অধিনায়ক বিজয়। শেষবারের মতো দলকে কোয়ালিফায়ারে তুলতে বুক চিতিয়ে লড়াই করতে চান তিনি।
প্রতিপক্ষ সিলেট ১১ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে। কোনো আশা বেঁচে নেই তাদের। তারপরেও শেষটা জয়ে রাঙ্গাতে চায় সিলেট স্ট্রাইকার্স।