খুলনায় আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে মাঝরাতে নৌপথে রওয়ানা হয়েছে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী। রবিবার দিবাগত রাত ১২টার দিকে মোরেলগঞ্জ থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায় ৩টি তিনতলা লঞ্চ।
লঞ্চে থাকা নেতাকর্মীরা সোমবার বিকেল ৩ টায় খুলনার সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐ সভায় প্রধান অতিথির বক্তৃতা করার কথা রয়েছে।