খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনের প্রায় দুই তৃতীয়াংশ ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে।
জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা জেলায় ভোটকেন্দ্র রয়েছে ৭৯৩টি। এর মধ্যে ভৌগলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ি থেকে কেন্দ্রের দূরত্বসহ বিভিন্ন দিক বিবেচনায় ৫৪৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। মেট্রোপলিটন শহরে মধ্যে খুলনা-২ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১১০টি, খুলনা-৩ আসনে ঝুকিপূর্ন কেন্দ্র ৮১টি ও জেলার বাকি খুলনা-১, ৪, ৫ ও ৬ আসনে ৩৫৭টি ঝুকিপূর্ণ কেন্দ্র রয়েছে। তবে নির্বাচনি প্রচার কার্যক্রমে অবশ্য কোথাও বড় সহিংসতার কোন ঘটনা ঘটেনি। তবে ভোটের দিন কিছু কিছু এলাকায় আইনশৃঙ্খলা অবনতি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সেসব এলাকার কেন্দ্রগুলোকেও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, গুরুত্বপূর্ণ কেন্দ্র ঘিরে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কয়েকটি কেন্দ্র নিয়ে একটা মোবাইল টিম ও প্রতিটি এলাকায় স্ট্রাইকিং ফোর্স থাকবে। এর বাইরে অন্যান্য বাহিনী নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করবে।
জানা যায়, খুলনা জেলায় এবার মোট ভোটারের সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৮৮২জন। ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৯ জন।