খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক

0
খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক

খুলনার কয়রায় আড়াই মণ (প্রায় ১০৩ কেজি) হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ মিজানুর রহমান নামে এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।  মিজানুর রহমান আংটিহারা এলাকার মৃত সাত্তার আলী গাজীর ছেলে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড কর্তৃক খুলনার কয়রা থানাধীন ছোট অংটিহারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকা থেকে ১০৩ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদসহ একজন হরিণ শিকারিকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তির আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here