খুলনায় দুই শিশু ধর্ষণের ঘটনায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। রবিবার খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম রায় ঘোষণা করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী ড. জাকির হোসেন বলেন, ২০২০ সালের ২৭ অক্টোবর খালিশপুরে নিজ বাড়ির কাছে ৯-১০ বছরের দুইটি শিশু খেলা করছিল। এসময় প্রতিবেশী হিরু মিয়া (৫০) তাদের ডেকে পাশের ভবনে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে খালিশপুর থানায় মামলা হয়। মামলায় ২০২১ সালে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্যগ্রহণ শেষে রায় প্রদান করেন বিচারক। রায়ে বাদীর পরিবার সন্তোষ প্রকাশ করেছে।