খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজারে এমদাদুল হক মিলন (৪৫) নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গুলি করা হয়। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস (৩০) নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর খুলনা মহানগর পুলিশ (কেএমপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনিসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
স্থানীয়রা জানান, নিহত মিলন শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তিনটি মোটরসাইকেলে আসা চারজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় মিলনের পাশে বসে থাকা পশু চিকিৎসক দেবাশীষ বিশ্বাসও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিলনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ দেবাশীষ বিশ্বাসকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

